হাসির জীবনে এলো হাসি ঃ
সমাজসেবা অধিদফতরে অফিস সহায়ক পদে চাকুরী হলো হাসি অাক্তারের। বেবী হোম থেকে পিতৃমাতৃহীন শিশু হাসি আক্তার 2007 সালে সরকারী শিশু পরিবার (বালিকা) ,গাইবান্ধায় আসে। সমাজসেবা অধিদফতরে অফিস সহায়ক পদে সার্কুলার হলে সমাজসেবা অধিদফতরের উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয় । সকলেই বিষয়টি গুরুত্মের সাথে দেখেন এবং মাননীয় সমাজকল্যাণ মন্ত্রী, সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক, পরিচালক (প্রশাসন ও অর্থ), অফিসার্স এসোসিয়েশন এর মহাসচিব ও উপপরিচালক (প্রশাসন ও অর্থ) এর আন্তরিক প্রচেষ্টায় আজ হাসি আক্তারের মুখে হাসি ফুটেছে। সকলের প্রতি কৃতগ্গতা।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS