Wellcome to National Portal
Main Comtent Skiped

Achievements

জেলা সমাজসেবা কার্যালয় গাইবান্ধা ,জেলার প্রত্যেকটি ইউনিটের কার্যক্রমসমুহের সুষ্ঠ তদারকি করে থাকে । তারই ধারাবাহিকতায় সরকারি শিশু পরিবার (বালিকা) এর দুজন নিবাসীকে চাকুরি প্রদানের মাধ্যমে পুনর্বাসিত করা হয়েছে । এদের একজন জেলা প্রশাসকের কার্যালয় গাইবান্ধায় অফিস সহায়ক পদে কর্মরত আর একজন সরকারি শিশু পরিবার(বালক) গাইবান্ধায় অফিস সহায়ক পদে কর্মরত(বর্তমানে জেলা সমাজসেবা কার্যালয়ে ,ডেপুটেশনে রয়েছে )। সরকারি শিশু পরিবার(বালক) গাইবান্ধার একজন নিবাসীকে পুলিশ কন্সটেবল পদে চাকুরির মাধ্যমে পুনর্বাসিত করা হয়েছে ।